
জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন একটি জোট গঠন করেছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। নতুন জোটের অপর দুই শরিক দল হলো বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নাহিদ ইসলামকে জোটটির মুখপাত্র হিসেবে ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন—
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম,
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন,
প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম,
যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ
সহ জোটের অন্যান্য নেতা-কর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply