বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের কৃতিসন্তান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া মিলন আর নেই। তার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে। হঠাৎ এই মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। সবার প্রিয় এই মানুষটি যে–যখনই কোনো সমস্যা নিয়ে তার কাছে গেছেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে সমাধানের চেষ্টা করেছেন।
শনিবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার বিকেল ৩টায় তার নিজ গ্রাম আজমেহেরপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এদিন এশার নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
যশোর সরকারি এমএম কলেজের সাবেক জিএস জাকারিয়া মিলন ছিলেন জেলার মানুষের গর্ব। ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যশোরের অসংখ্য শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে চাকরির সুযোগ করে দেন। তার অর্থায়নে আজমেহেরপুরে একটি এতিমখানা-মাদরাসা ও দাতব্য চিকিৎসালয় পরিচালিত হচ্ছে।