1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

ইসরায়েলের সাবেক মন্ত্রীর হুমকি, পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে এবার পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার হুমকি দিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী মেইর মাসরি। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মাসরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উর্দু ও আরবি ভাষায় লেখেন, “ইরান ইস্যু মিটলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির দিকেও মনোযোগ দিতে পারি।” তিনি আরও লেখেন, “পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়।”

এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছেন।

উল্লেখ্য, এর আগেই পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার হুঁশিয়ার করে বলেন, “ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়। আমরা প্রস্তুত ও সক্ষম।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট