চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে গণপিটুনি দেওয়ার ঘটনায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চেউঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. রিহান উদ্দিন মাহিন (১৫)। তিনি ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমান সওদাগরের ছেলে। আহত মানিক ও রাহাতকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে মাহিনসহ তিন কিশোর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় কিছু যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণ ভয়ে তারা পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নোমান ও আজাদ নামে দুই যুবককে আটক করেছে। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির সন্দেহ থেকেই এ হামলা হয়েছে। তবে ঘটনার পেছনে অন্য কারণ রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে।
আহতদের পরিবারের অভিযোগ, তারা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এ হামলার শিকার হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঘটনার পর এলাকায় গভীর শোক ও উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ স্থানীয়রা এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।