কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই বালাটারী গ্রামে দেখা মিলেছে চার পা-ওয়ালা এক কানি বকের। বিরল এ দৃশ্য দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে ভিড় করছেন কৌতূহলী মানুষজন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক আগে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও পাখিপ্রেমিক আব্দুর রশিদ গ্রামে হাড়ি-পাতিল বিক্রি করতে গিয়ে রাস্তার পাশে একটি পুকুরে বকটিকে ছটফট করতে দেখেন। একটি পায়ে আঘাত থাকায় তিনি বকটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং চিকিৎসা দিয়ে খাঁচায় রেখে লালন-পালন শুরু করেন। এরপর থেকেই তিনি প্রতিদিন মাছ কিনে বা ধরে বকটিকে খাওয়াচ্ছেন।
চার পা-ওয়ালা এই কানি বকের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন একনজর দেখার জন্য। কেউ কেউ আবার মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছেন। স্থানীয়রা জানিয়েছেন, জীবনে অসংখ্য দুই পা-ওয়ালা কানি বক দেখলেও চার পা-ওয়ালা বক এই প্রথম দেখার অভিজ্ঞতা হলো তাদের।
পাখিপ্রেমিক আব্দুর রশিদ বলেন, “ছোটবেলা থেকেই পাখির প্রতি আমার ভালোবাসা। সেদিন রাস্তার পাশে বকটিকে দেখে মায়া হলো, তাই বাড়িতে নিয়ে এসে যত্নে রাখছি।”
ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, জেনেটিক কারণেই বকটির চারটি পা হয়েছে। এর মধ্যে দুটি সচল এবং দুটি অচল।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত