1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

জি৭-এর প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বর মাসে তার দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এর মাধ্যমে ফ্রান্স হতে যাচ্ছে প্রথম জি৭ সদস্য দেশ, যারা ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ম্যাখোঁ জানান, এই ঘোষণা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্কে দেওয়া হবে। তিনি লিখেছেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজার যুদ্ধ থামানো এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা। এখনই যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজার জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা দরকার।”

মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ম্যাখোঁ বলেন, “এই প্রতিশ্রুতি বজায় রেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।”

ফ্রান্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ‘সন্ত্রাসের পুরস্কার’ বলে আখ্যা দেন।

এছাড়া, ফ্রান্স এই ঘোষণা সংবলিত একটি আনুষ্ঠানিক চিঠি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠিয়েছে, যাতে রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জি৭ হলো বিশ্বের সাতটি প্রধান শিল্পোন্নত দেশের একটি গোষ্ঠী, যার সদস্য দেশগুলো হলো: ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!