জুলাই আন্দোলনের স্মরণে গ্রাহকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৮ জুলাই প্রতিটি মোবাইল গ্রাহককে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দিতে মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই নির্দেশনা অনুযায়ী, ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।
বুধবার (১০ জুলাই) অপারেটরদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠায় বিটিআরসি। এর আগে ৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য—জনগণের প্রত্যাশা প্রতিফলন এবং ডিজিটাল স্বাধীনতা ও তথ্যপ্রযুক্তির গণপ্রাপ্যতা উৎসাহিত করা। বিটিআরসি মোবাইল অপারেটরদের এই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তৈমুর রহমান বলেন, “আমরা জুলাইয়ের চেতনা, বিশেষ করে ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে, সমুন্নত রাখতে আগ্রহী। আমরা চিঠিটি পর্যালোচনা করছি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।”
তবে অন্য এক মোবাইল অপারেটরের কর্মকর্তা জানান, এই উদ্যোগ বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তার ভাষায়, “টেলিকম কোম্পানিগুলোকে বিনামূল্যে দেওয়া ডেটার ওপরও ট্যাক্স দিতে হয়। সরকারের উচিত এই ডেটা করমুক্ত হবে কি না, তা স্পষ্ট করা। তাছাড়া ডেটা ডেলিভারির জন্য ট্রান্সমিশনসহ অন্যান্য খরচও অপারেটরদের বহন করতে হয়।”
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন দমন করতে সরকার দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করেছিল। সেই প্রেক্ষাপটেই এবারের ১৮ জুলাই ‘ডিজিটাল স্বাধীনতা’ ও ‘জনতার অধিকার’ নিশ্চিতের প্রতীক হিসেবে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।