
সরকার ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে। গত বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।
এর আগে, গত ১১ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব হরিদাস ঠাকুর।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর ৬(গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব সনদ বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া সনদপ্রাপ্তদের মধ্যে বেসামরিক ব্যক্তি, ভারতীয় তালিকাভুক্ত, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর নামে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিরাও রয়েছেন।
জামুকা সূত্র জানিয়েছে, যাচাই-বাছাইয়ে প্রমাণিত হয়েছে যে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অথচ সনদ গ্রহণ করেছিলেন। এছাড়া, মুক্তিযোদ্ধাদের সনদ যাচাই-বাছাই কার্যক্রম এখনও চলমান রয়েছে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply