সাতক্ষীরা জেলার সব থানায় সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এই সেবার উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি শামিনুল হক এবং ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, "পুলিশি সেবা ডিজিটালাইজেশন ও জনবান্ধব করার অংশ হিসেবে সাতক্ষীরায় চালু হলো অনলাইনে সব ধরনের জিডি করার সুবিধা। এখন থেকে জেলার যেকোনো থানায় ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে জিডি করা যাবে।"
ইতোপূর্বে শুধু হারানো ও প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে অনলাইন জিডি করা যেত। নতুন এই উদ্যোগের ফলে এখন চুরি, হুমকি, পারিবারিক দ্বন্দ্ব, জমি সংক্রান্ত বিরোধসহ যেকোনো সাধারণ অভিযোগ অনলাইনে জমা দেওয়া যাবে।
জিডি করার পদ্ধতি:
১। প্রথমে নির্ধারিত অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
২। ওটিপি ভেরিফিকেশন করে এনআইডি, জন্মতারিখ ও ছবি আপলোড করতে হবে।
৩। ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
৪। এরপর অ্যাপে লগইন করে ‘হারানো/পাওয়া/অন্যান্য’ অপশন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ‘ফাইনাল সাবমিট’ দিতে হবে।
জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এখন আর সাধারণ মানুষকে থানায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় নিরাপত্তা সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
সংশ্লিষ্টদের মতে, সাতক্ষীরা জেলা পুলিশের এই উদ্যোগ নাগরিকদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও সময় সাশ্রয়ী সেবা নিশ্চিত করবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত