1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

এক বছরে দেশের গ্যাস উৎপাদন কমেছে ২৫২ মিলিয়ন ঘনফুট

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। এর বড় উদাহরণ বিবিয়ানা গ্যাস ফিল্ড, যেখানে মাত্র একদিনেই উৎপাদন কমেছে ৫৭ লাখ ঘনফুট (৫.৭ মিলিয়ন)। শুধু বিবিয়ানাই নয়, দেশের অন্যান্য গ্যাসক্ষেত্রেও একই চিত্র। ৩১ জুলাইয়ের তুলনায় ১ আগস্ট সার্বিকভাবে গ্যাস উৎপাদন কমেছে ১ কোটি ৪৭ লাখ ঘনফুট (১৪.৭ মিলিয়ন)।

২০২৪ সালের ১ আগস্ট দেশীয় সব গ্যাস ফিল্ড থেকে পাওয়া গিয়েছিল ১৮০৩.২ মিলিয়ন ঘনফুট গ্যাস। একদিন পরেই, ১ আগস্ট ২০২৫ সালে, তা কমে দাঁড়ায় ১৭৭৬ মিলিয়ন ঘনফুটে। চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ফারাক সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতে পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলতে পারে।

বিশ্লেষণে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ১৬টি গ্যাসক্ষেত্রের ৭৩টি কূপ থেকে ২০২৪ সালের ১ আগস্ট দৈনিক ৮০১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হয়েছিল। এক বছর পর, ২০২৫ সালের ১ আগস্ট এ সংখ্যা নেমে এসেছে ৬৯৬ মিলিয়নে।

এদিকে, বহুজাতিক ৪টি গ্যাস ফিল্ড থেকে ২০২৪ সালের ১ আগস্ট দৈনিক ১২২৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হয়। এক বছর পর তা কমে দাঁড়ায় ১০৭৯ মিলিয়ন ঘনফুটে। সার্বিকভাবে এক বছরে দেশে গ্যাস উৎপাদন কমেছে ২৫২ মিলিয়ন ঘনফুট।

বিশেষভাবে আলোচিত শেভরনের বিবিয়ানা গ্যাসক্ষেত্র, যেটিতে প্রায় ১ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) মজুদ থাকার পরও দিনে উত্তোলন হয়েছে ৯০৪ মিলিয়ন ঘনফুট। বিপরীতে, রাষ্ট্রীয় মালিকানাধীন তিতাস গ্যাসক্ষেত্রে একই সংখ্যক কূপ (২৬টি) ও অধিক মজুদ (১.৯১ টিসিএফ) থাকা সত্ত্বেও দৈনিক উৎপাদন ছিল মাত্র ৩১২ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলার ২০২৪ সালের ৩০ জুনের প্রতিবেদন অনুযায়ী, তিতাসে অবশিষ্ট মজুদ ছিল ১.৯১ টিসিএফ এবং বিবিয়ানায় ১.৬১ টিসিএফ। যদি ধরা হয়, দৈনিক গড়ে ১ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) হারে উত্তোলন হয়েছে, তাহলে এক বছরে প্রায় ৩৬৫ বিসিএফ উত্তোলনের পর অবশিষ্ট মজুদের পরিমাণ এখন ১ টিসিএফের সামান্য বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন সক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে। সময়মতো নতুন কূপ খনন বা উত্তোলন দক্ষতা বাড়ানো না গেলে আগামী দিনে গ্যাস সংকট আরও তীব্র হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!