অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া লাগাতার বোমাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ১৯৭ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ ধ্বংসস্তুপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেককেই মৃত বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে অন্তত ২৯ জন শিশু ও বৃদ্ধ অনাহারে মৃত্যুবরণ করেছেন। এতে বোঝা যায়, যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি খাদ্য সংকটও প্রাণহানির আরেকটি প্রধান কারণ হয়ে উঠেছে। গাজায় আরও হাজার হাজার মানুষ চরম খাদ্যাভাব ও অনাহারের ঝুঁকিতে রয়েছে।
ইসরায়েলি হামলার কারণে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।