1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ৬০, মোট প্রাণহানি ছাড়াল ৫৪ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় সোমবার (৯ জুন) এক দিনে অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৮৮ জন। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।

মন্ত্রণালয় জানায়, সোমবারের হামলাসহ চলমান সংঘাতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২৭ জনে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ২৬ হাজার ২৭৭ জন ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে হামলা চালায় গাজা নিয়ন্ত্রক সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলায় এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হন এবং আরও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। ওই ঘটনার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।

চলমান এ সংঘাত পনেরো মাসেরও বেশি সময় ধরে চলার পর, আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরাইল। তবে যুদ্ধবিরতির দুই মাস না যেতেই, গত ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

দ্বিতীয় দফার এই হামলায় গত আড়াই মাসে গাজায় আরও চার হাজার ৬৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৪ হাজার ৫৭৪ জন।

এদিকে, হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে আইডিএফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট