গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হামাসকে এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ‘ট্রুথ’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ইসরায়েল প্রয়োজনীয় শর্তে এই অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি বলেন, “৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে আমরা কাজ করছি এবং এই সময়ের মধ্যেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে সব পক্ষের সঙ্গে কাজ করব।”
আলজাজিরার এক প্রতিবেদনে ট্রাম্পের এ বক্তব্যের তথ্য জানানো হয়েছে।