গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে চালানো হামলায় আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫২ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৭৩ জনে। একই সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপ এবং রাস্তায় পড়ে থাকা বহু মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা নিরাপত্তা হুমকির কারণে অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।
চলতি বছর ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন মোট ৮৫১ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৬৩৪ জনের বেশি।
এর আগে গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। ওই সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন ৭ হাজার ৭৫০ জন এবং আহত হয়েছেন ২৭ হাজার ৫৬৬ জন ফিলিস্তিনি।