1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১০৪, মোট প্রাণহানি ছাড়ালো ৬০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বুধবার (৩০ জুলাই) একদিনেই অন্তত ১০৪ জন নিহত এবং আরও অন্তত ৩৯৯ জন আহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৬ হাজার ২০০ জন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, বুধবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর জবাবে সেদিন থেকেই গাজায় বড় পরিসরের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

প্রায় ১৫ মাস ধরে চলা এই অভিযানে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও, বিরতি দুই মাসও স্থায়ী হয়নি।

চলতি বছরের ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় আবারও অভিযান শুরু করে আইডিএফ। এই চার মাসে গাজায় নিহত হয়েছেন আরও ৮ হাজার ৯৭০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ৩৪ হাজার ২২৮ জন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!