1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩১, মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫২ হাজার

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫

গাজার ওপর ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় ৩১ ফিলিস্তিনি নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯১ জন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দিনভর এবং শুক্রবার ভোরে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় প্রাণহানি ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে, তবে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় যুদ্ধের প্রধান লক্ষ্য বন্দিমুক্তি নয়, বরং ‘শত্রুদের ওপর বিজয়’। আল জাজিরার ভাষায়, গাজায় ৬০ দিনের অবরোধ ‘ইচ্ছাকৃত শ্বাসরোধ’।

গত ১৮ মার্চ থেকে পুনরায় হামলা শুরুর পর থেকে ২৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে।

জাতিসংঘের তথ্যমতে, হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

এর আগে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট