দখলদার ইসরায়েলি বাহিনী গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। এই অভিযান পরিচালিত হচ্ছে ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ এর অধীনে।
রোববার (১৮ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইডিএফ বলেছে, হামাসের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসেবে এই স্থল অভিযান শুরু হয়েছে। তাদের বিবৃতিতে আরও বলা হয়, “গতকাল, অপারেশন গিডিয়নস চ্যারিয়টসের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্থায়ী ও রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে।”
এছাড়া, প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, স্থল হামলায় সহযোগিতা ও হামাসের পাল্টা হামলা প্রতিহত করতে গত এক সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাংক বিধ্বংসী অবস্থান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় আরও ১৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৩৯ জনে, আর আহত হয়েছেন এক লাখ ২১ হাজার ৩৪ জন।
এদিকে, গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে আহত মানুষের চিকিৎসা না পেয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে।