বাংলাদেশ গ্লোবাল প্লাস্টিকস চুক্তির সর্বশেষ চেয়ার-এর খসড়া দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্লাস্টিক দূষণ রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ পরিবেশ পরিষদের প্রস্তাব ৫/১৪ অনুযায়ী প্লাস্টিক দূষণ বন্ধে একটি আইনি বাধ্যতামূলক চুক্তির যে ম্যান্ডেট রয়েছে, বাংলাদেশের মতে এই খসড়া তা পূরণে ব্যর্থ হয়েছে।
১৩ আগস্ট ২০২৫, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত প্লাস্টিক দূষণবিষয়ক আন্তঃসরকারি আলোচনাসভার (INC-5.2) দ্বিতীয় পর্বে বাংলাদেশ জানায়, খসড়াটি দুর্বল ও অপর্যাপ্ত এবং সরবরাহপক্ষীয় পদক্ষেপ বাদ দেওয়া হয়েছে। এতে প্লাস্টিকের পূর্ণ জীবনচক্র, স্বাস্থ্য প্রভাব, ক্ষতিকর রাসায়নিক নিয়ন্ত্রণ, অগ্রাধিকারভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত দূষণ রোধে বাধ্যতামূলক ব্যবস্থা নেই। এছাড়া বাস্তবায়নের জন্য নির্ভরযোগ্য পদ্ধতির অভাব রয়েছে এবং খসড়াটি অতিরিক্তভাবে স্বেচ্ছাসেবী প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত