জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন। এর আগে, বুধবার (৩০ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এই আদেশ দেন।
আদেশে বলা হয়, মামলাটি বিচারাধীন থাকাকালে জিএম কাদেরের আদেশে অব্যাহতিপ্রাপ্ত ১০ জন নেতার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ পুনর্বহাল করা হয়েছে। এছাড়া, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জিএম কাদের ও মাহমুদ আলমকে দলীয় গঠনতন্ত্রের ২০ (১) (ক) ধারা প্রয়োগ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত জ্যেষ্ঠতার ভিত্তিতে ক্রমানুসারে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দিয়েছেন।