দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায় দাঁড়িয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। নতুন দাম আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে।
এর আগে মঙ্গলবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। কিন্তু মাত্র একদিনের মাথায় দাম আবারও বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ২ হাজার ৬১২ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে।
২২ ক্যারেট: ২,০৯,৫২০ টাকা
২১ ক্যারেট: ২,০৩,০০০ টাকা
১৮ ক্যারেট: ১,৭১,৪২৬ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪২,৫৯২ টাকা
স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
২২ ক্যারেট রুপা (ভরি): ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা