1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগ দেবে সরকার

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ পুলিশে উপসহকারী পরিদর্শক (এএসআই) পদে ৪ হাজার জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। এই পদগুলো বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরির আওতায় থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে।

অর্থ বিভাগ কর্তৃক জিও (Government Order) জারির তারিখ থেকেই পদগুলো কার্যকর হবে এবং ১৯৪৩ সালের Police Resolution of Bengal অনুযায়ী এসব পদ পূরণ করা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত সব শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!