জন্ম থেকে হাত-পা না থাকলেও দুর্দান্ত আত্মশক্তি ও অদম্য ইচ্ছাশক্তির জোরে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে যশোরের মনিরামপুরের মেয়ে লিতুনজিরা। তার এই অসাধারণ সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গোটা উপজেলা।
ফল প্রকাশের খবর পেয়ে মনিরামপুরের ইউএনও নিশাত তামান্না শনিবার (১২ জুলাই) সরাসরি লিতুনজিরার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। ইউএনও বলেন, “লিতুনজিরা আমাদের গর্ব। প্রশাসন সবসময় তার পাশে থাকবে।”
লিতুনজিরা স্থানীয় গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। তার বাড়ি উপজেলার শেখপাড়া ইউনিয়নের খানপুর গ্রামে। বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম মেয়ের এই কৃতিত্বে আবেগ আপ্লুত।
জিপিএ-৫ পাওয়ার অনুভূতি জানিয়ে লিতুনজিরা বলে, “আমি সমাজের বোঝা হতে চাই না। লেখাপড়া শিখে আত্মনির্ভরশীল মানুষ হয়ে সমাজের সেবা করতে চাই। আমি অত্যন্ত খুশি। এ সাফল্যের জন্য কৃতজ্ঞ আমার বাবা-মা, শিক্ষক, সহপাঠী, বন্ধুবান্ধব, গণমাধ্যমকর্মী ও বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের প্রতি, যারা সবসময় পাশে ছিলেন।”
লিতুনের বাবা হাবিবুর রহমান বলেন, “লিতুন আমার জন্য বোঝা নয়, সে আমার গর্ব। তার সাফল্যে আমি ভীষণ আনন্দিত। সবার কাছে দোয়া চাই, যেন ওর স্বপ্নগুলো বাস্তবায়ন হয়।”
লিতুনজিরা এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল। প্রতি শ্রেণিতে মুখ দিয়ে লিখে প্রথম হয় সে। সব বাধা পেরিয়ে এভাবেই এগিয়ে চলছে লিতুনজিরা—এক অনুকরণীয় উদাহরণ হয়ে।