1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

জুড়ী উপজেলায় জাম্বুরার চাষাবাদে বেড়েছে সফল কৃষি বিপ্লব

কৃষি ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাম্বুরার চাষাবাদ বেড়ে গেছে। উপজেলার টিলাভূমি এখন ‘জাম্বুরার রাজধানী’ নামে পরিচিত। আশির দশকে হাতে গোনা কয়েকজন চাষির উদ্যোগে শুরু হওয়া জাম্বুরা চাষ আজ জুড়ী উপজেলাজুড়ে সফল কৃষি বিপ্লবের নাম। মাটি ও আবহাওয়া জাম্বুরা চাষের জন্য এতটাই উপযুক্ত যে, বর্তমানে প্রায় ৬৬ হেক্টর টিলাজুড়ে জাম্বুরার বাগান গড়ে উঠেছে।

গোয়ালবাড়ী ও পূর্ব জুড়ী ইউনিয়নে সবচেয়ে বেশি চাষ হয়। এখন এ অঞ্চলের প্রায় তিন শতাধিক চাষি বংশপরম্পরায় জাম্বুরা চাষ করছেন। গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম কচুরগুল গ্রামের কৃষক ছুরকুম আলী ৩৫ বছর ধরে জাম্বুরা চাষ করছেন। তার বাগানে ১২ প্রজাতির ৬০০ গাছ রয়েছে। প্রতি বছর ১৫-২০ হাজার জাম্বুরা বিক্রি করে তিনি সব খরচ বাদে ৩ লাখ টাকারও বেশি আয় করেন। এই বছর বাম্পার ফলন হওয়ায় তার আশা, গত বছরের চেয়ে দ্বিগুণ লাভ হবে।

চাষিরা জানিয়েছেন, এখন আর বাজারে ফল নিয়ে যেতে হয় না। স্থানীয় পাইকাররা বাগান থেকে সরাসরি জাম্বুরা কিনে নিচ্ছেন। প্রতিদিন বড় ট্রাকে ৪০০-৫০০ এবং ছোট ট্রাকে ২০০-২৫০ বস্তা জাম্বুরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। জুড়ীর জাম্বুরা স্বাদে, গন্ধে ও মিষ্টতায় অনন্য। পাইকারি দাম গড়ে ১৫-২০ টাকা। নভেম্বরের মাঝামাঝি সময়ে ফল পরিপক্ব হয়।

কৃষি বিভাগের তথ্যানুযায়ী, বছরে উপজেলায় প্রায় ১২ মেট্রিক টন জাম্বুরা উৎপাদিত হয়। পুষ্টিবিদদের মতে, জাম্বুরা ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও বি-কমপ্লেক্সে সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যানসার প্রতিরোধে সহায়ক।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, জুড়ীর জলবায়ু ও মাটি জাম্বুরা চাষের জন্য বিশেষভাবে উপযোগী। উপজেলা কৃষি অফিস সম্প্রতি ১২টি উন্নত জাত চিহ্নিত করেছে, যার মধ্যে দুইটি জাত বীজহীন। এসব চারা উৎপাদন শুরু হলে কৃষকেরা আরও লাভবান হবেন বলে আশা করছেন। জুড়ীর টিলাভূমিতে জাম্বুরা চাষ শুধু কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করেনি, বরং সারা দেশের ফলপ্রেমীদের মন জয় করেছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!