ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাক হওয়ার দাবি করেছে দেশটির টিভি কর্তৃপক্ষ। সম্প্রচারের সময় হঠাৎ এক ভিডিওতে জনগণকে সরকারের বিরুদ্ধে ‘জেগে ওঠার’ আহ্বান জানানো হয়, যা অনেক দর্শক সরাসরি দেখতে পান। খবর বিবিসির।
ঘটনার পর এক বিবৃতিতে টেলিভিশন কর্তৃপক্ষ দর্শকদের সতর্ক করে জানায়, কেউ যদি সম্প্রচারের সময় অপ্রাসঙ্গিক বার্তা দেখেন, তবে বুঝতে হবে শত্রুপক্ষ স্যাটেলাইট সিগন্যালে হস্তক্ষেপ করেছে।
হ্যাক হওয়া ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সেখানে ইরান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলা হয়, ‘নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করুন।’ ভিডিওটির ডান পাশে একটি সিংহ প্রতীক দেখা যায় এবং এতে ১৩ জুন ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এ নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ছবিও দেখানো হয়।
তবে কারা এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত এবং ভিডিওটির উৎস কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত