এক গোল হজম করে প্রথমার্ধ শেষ করেছিল বাংলাদেশ। তবে বিরতির পর ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত লড়াই দেখিয়েছে লাল-সবুজরা। একের পর এক গোলের সুযোগ তৈরি করলেও বারবার ব্যর্থ হয়েছেন হামজা-জামালরা। শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হওয়া হংকংকে চাপে ফেলে অবশেষে সমতায় ফেরেন রাকিব হোসেন। তবে শেষ পর্যন্ত জয় নয়, ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের।