1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রোববার (৮ জুন) দিনগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৩৯ নম্বর একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

ফ্লাইট অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষ করে রাত ২টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে তাকে হুইলচেয়ারে করে নামানো হয়। তখন তাকে বিধ্বস্ত দেখা যায়। তার মুখে মাস্ক এবং পরনে ছিল শার্ট ও লুঙ্গি। এ সময় সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. নওশাদ খান।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ গণমাধ্যমকে জানান, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই ফিরেছেন এবং কোনো ধরনের প্রটোকল নেননি।

গত ৮ মে রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন আবদুল হামিদ। বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও ঘটনা প্রবাহ শুরু হয়। ১০ মে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার পতনের পর দলের বহু নেতাকর্মী দেশ ছাড়লেও আবদুল হামিদ দেশে অবস্থান করছিলেন। প্রায় ৯ মাস পর তিনি চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যান এবং সম্প্রতি দেশে ফিরলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট