সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “তিনি যদি দোষী প্রমাণিত হন, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ কেউ শাস্তি পাবেন না—এ নীতিতেই সরকার অটল রয়েছে।”
সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, কোরবানির ঈদ ঘিরে দেশে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি প্রত্যাশিত ছিল।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রোববার (৮ জুন) দিনগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৩৯ নম্বর একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।
ফ্লাইট অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষ করে রাত ২টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত