রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত একটি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আইনি কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
জানা গেছে, জান্নাত আরা রুমীর বাবার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তিনি জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, মৃত জান্নাত আরা রুমী এনসিপির ধানমন্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।