1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি আজ বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। মামলার আরেক আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০)।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা “২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি” এমন বক্তব্য দিয়েছেন, যা আদালতের অবমাননার শামিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা হয়।

আজকের শুনানি হবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ৩ জুন ট্রাইব্যুনাল আজকের (১৯ জুন) তারিখ নির্ধারণ করে। ওইদিন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও দুই আসামির কেউই হাজির না হওয়ায় এবং কোনো ব্যাখ্যা না দেওয়ায় ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ শুনানির সিদ্ধান্ত নেয়।

প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, “পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা আদালতে হাজির হননি, এমনকি আইনজীবীর মাধ্যমেও কোনো ব্যাখ্যা দেননি। এখন ট্রাইব্যুনাল আইন অনুযায়ী শাস্তি দিতে পারবে।”

আইন অনুযায়ী আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক শুনানিতে দুই আসামিকে ২৫ মে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। কিন্তু তারা হাজির হননি কিংবা কোনো আইনজীবীও আদালতে উপস্থিত হননি। ফলে ট্রাইব্যুনাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ৩ জুন হাজির হওয়ার কথা থাকলেও তাও উপেক্ষা করা হয়। আজ ১৯ জুন সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট