জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
আদেশে বলা হয়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে তাদের আদালতে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে—একটি বাংলা এবং একটি ইংরেজি জাতীয় দৈনিকে।
শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের বাসভবনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
উল্লেখ্য, মামলায় শেখ হাসিনা ও কামাল ছাড়াও তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে। আজকের শুনানিতে মামুনকে আদালতে হাজির করা হয়।
এর আগে ১ জুন মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওইদিন আদালতে অভিযোগপত্র উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও মিজানুল ইসলাম। আদালতের অনুমতিক্রমে এসব অভিযোগ গণমাধ্যমে প্রচারেরও অনুমতি দেওয়া হয়।