প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, শেখ হাসিনার বিচার একটি “চলমান প্রক্রিয়া” এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করা হবে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
গত ১২ জুন যুক্তরাজ্য সফরে গিয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন ড. ইউনূস। ওই সফরের আগে বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথন তার সাক্ষাৎকার নেন। পরে এই সাক্ষাৎকারের কিছু অংশ বিবিসি বাংলা প্রকাশ করে।
সাক্ষাৎকারে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা নিয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, “বিচার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, এটি একটি চলমান আইনি প্রক্রিয়া। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হোন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব — যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায়, সেটাই করব।”
কীভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে। তাকে ধরে আনার কোনো ক্ষমতা আমাদের নেই।”
সাংবাদিক যখন শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তখন ড. ইউনূস বলেন, “তার ভারতে থাকা বাংলাদেশের জন্য তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে, তিনি নিয়মিত ভাষণ দেন এবং তা মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়।”
সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেপ্তারের বিষয়েও প্রশ্ন করা হয়। উত্তরে ড. ইউনূস বলেন, “আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বোঝা যায় আপনি বাংলাদেশের বাস্তবতা বোঝেন না। এটি বলা লজ্জাজনক হবে।”
সাংবাদিক যখন বলেন যে এই কথাগুলো তার নিজের নয় বরং অনেকেই এমন বলছে, তখন ইউনূস বলেন, “ঠিক আছে, কেউ বলেছে। কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন। তাই বলছি, এই তুলনা একদম ঠিক নয়।”