1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হাতিয়ায় এনসিপির বিক্ষোভ

মাহিদুল ইসলাম হিমেল, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নোয়াখালীর হাতিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার(১২ জুলাই) রাত সাড়ে আটটায় ডাকবাংলো থেকে মিছিলটি শুরু হয়ে সুপারমার্কেট প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বাবা মাওলানা আব্দুল মালেক, এনসিপির হাতিয়া সমন্বয়ক আবু ইউসুফ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহেদ।

এসময় বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জনমানুষকে রুখে দাঁড়ানোর আহবান জানান। বক্তারা আরও বলেন, প্রশাসন চাইলে এই নৃশংস হত্যা কান্ডে জড়িতদের দ্রুত ধৃত করে কঠোর শাস্তি দিতে পারে; হত্যা,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রুদ্ধ করে দিতে পারেন। এসময় এনসিপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট