লালনসংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। গত ৫ জুলাই শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে, ফলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে পরিবার ও ভক্ত-অনুরাগীরা ছিলেন চরম উদ্বেগে।
দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর অবশেষে কিছুটা সুস্থ হয়ে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এ খবরে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তার ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুকে লিখেছেন, “আম্মাকে এইমাত্র আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছেন, ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবার আগের মতো হয়ে যাবে। সবাইকে অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।”
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, ফরিদা পারভীনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, রক্তে সংক্রমণ ছিল এবং কিডনি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছে। এক পর্যায়ে তিনি চেতনাশূন্য অবস্থায় ছিলেন। তার শারীরিক জটিলতা বিবেচনায় একটি মেডিকেল বোর্ড গঠন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।
তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়ার আহ্বান জানিয়ে আসছিলেন। অনেকেই অর্থসাহায্যসহ নানা সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন, যেন চিকিৎসায় কোনো বাধা না আসে। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ফরিদা পারভীন।