নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে ফের উত্তাপ দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে এবং নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সব প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্টভাবে ভিন্ন। জামায়াতের আমির শফিকুর রহমান সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন। নায়েবে আমির তাহের জানান, তারা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায়, তবে লেভেল প্লেয়িং ফিল্ড ও মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন বলে মনে করেন।
এনসিপিও (জাতীয় নাগরিক কমিটি) মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে জানিয়েছে। তাদের দাবি, শুধু ভোট নয়, সত্যিকারের পরিবর্তন প্রয়োজন।
অন্যদিকে বিএনপি নির্বাচন নিয়ে রোডম্যাপের দাবি জানালেও মৌলিক সংস্কারের সব প্রস্তাবে একমত নয়। বিএনপির নেতারা বলছেন, কিছু বিষয়ে একমত হলেও রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হয় এমন প্রস্তাবে সম্মতি দেওয়া সম্ভব নয়।
ফলে লেভেল প্লেয়িং ফিল্ড, প্রশাসনের নিরপেক্ষতা ও মৌলিক সংস্কার—এই তিন ইস্যু নিয়েই এখন মূল বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে এসব অবস্থানে আরও পরিবর্তন আসতে পারে।