1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরের নিম্নচাপ স্থলভাগে, সারাদেশে ঝড়-বৃষ্টির সতর্কতা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে এসেছে এবং বর্তমানে এটি সাতক্ষীরা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিস সারাদেশে ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করেছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি/বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সমুদ্রবন্দরগুলোতেও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। গভীর নিম্নচাপটি আরও উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাসে জানানো হয়। তবে এর প্রভাবে উপকূলীয় জেলা ও চরাঞ্চলে তিন ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

সতর্কতার অংশ হিসেবে দেশের সব নদীবন্দরে সতর্কতা সংকেত দেখানো হচ্ছে এবং নাগরিকদের ঝড় ও ভারী বৃষ্টিপাতের বিষয়ে সাবধান থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট