1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

দেশজুড়ে ভারী বর্ষণের আভাস, ভূমিধ্বসের আশঙ্কা পাঁচ জেলায়

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে জারি করা সতর্কবার্তায় বলা হয়, নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে সাতক্ষীরা অঞ্চলে অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে যাবে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট