রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতের ফলে কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। অনেক এলাকায় জমেছে পানি, বেড়েছে জনদুর্ভোগ। এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আজ দুপুর ১২টা পর্যন্ত দেশের মধ্যে ফেনীতে সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর বিস্তৃতি রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে, দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এছাড়া, বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অতিরিক্ত বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি কিছু এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বর্ষণের ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।