
শ্রীলঙ্কায় চলতি সপ্তাহে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন, আর নিখোঁজ রয়েছেন ২১ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।
ডিএমসি জানায়, নিহতদের বেশিরভাগই মধ্যাঞ্চলের বদুল্লা জেলার চা-বাগান এলাকার বাসিন্দা। সেখানে রাতে পাহাড় ধসে ঘরবাড়ির ওপর আছড়ে পড়ায় ২১ জন চাপা পড়ে প্রাণ হারান। নুয়ারা এলিয়া জেলায় একইভাবে মাটি ধসে আরও চারজন নিহত হন। অন্যান্য এলাকায়ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় ৪২৫টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১ হাজার ৮০০ পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশজুড়ে নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে সতর্ক করা হয়েছে।
বর্তমানে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে শ্রীলঙ্কায়। এর সঙ্গে দেশটির পূর্বদিকে অবস্থানরত একটি নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আরও তীব্র হয়েছে বলে ডিএমসি জানায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply