নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
ফজরের নামাজের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সকাল ৮টার মধ্যেই উদ্যানে ব্যাপক জনসমাগম ঘটে। এর আগের দিন শুক্রবার বিকেলে সংগঠনের শীর্ষ নেতারা মঞ্চ ও সমাবেশস্থল পরিদর্শন করেন এবং শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানান।
ঢাকার বাইরের অংশগ্রহণকারীদের জন্য তিনটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে সমাবেশস্থলে পৌঁছার নির্দেশনা দিয়েছে হেফাজত।
মহাসমাবেশে হেফাজতে ইসলাম যে পাঁচটি প্রধান দাবি তুলে ধরছে, তা হলো:
১. ফ্যাসিবাদী সরকারের আমলে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও গণহত্যার বিচার।
২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।
৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ এবং ওয়াকফ আইন বাতিল।
৫. ফিলিস্তিনকে দখলমুক্ত করতে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ।