২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঠিক কতজন নিহত হয়েছেন—তা এখনো নিশ্চিত করতে পারেনি সংগঠনটি। তবে প্রাথমিকভাবে ৯৩ জন নিহতের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংগঠনের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী জানিয়েছেন, তালিকাটি এখনও খসড়া পর্যায়ে, যাচাই-বাছাই শেষে সংখ্যা বাড়তেও পারে।
এ নিয়ে বিভিন্ন সূত্রে মতভেদ রয়েছে।
মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট ৬১ জনের তালিকা প্রকাশ করে।
অন্যদিকে, তৎকালীন বিবিসির ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট মাঠ পর্যায়ে অনুসন্ধানে ৫৮ জন নিহত হওয়ার তথ্য দেন।
প্রসঙ্গত, ইসলাম ধর্ম অবমাননা, নারীনীতির বিরোধিতা ও ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অবস্থান নেয়। রাত গভীরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়, এবং এ সময় গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
হেফাজতের প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পারিবারিক তথ্য অন্তর্ভুক্ত আছে। নিহতদের অধিকাংশই যুবক বলে জানা গেছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত