1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথগামী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটি গুপ্তকাশী থেকে কেদারনাথ ধামের দিকে যাচ্ছিল এবং উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি একটি জঙ্গলে বিধ্বস্ত হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান এভিয়েশনের ওই হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারান।

উত্তরাখণ্ডের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজি) ভি মুরুগেশান জানান, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি কিংবা খারাপ আবহাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট