তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের বেশির ভাগ এলাকা। জনজীবন হয়ে উঠেছে অসহনীয়। আজ শুক্রবার (৯ মে) দেশের চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়, যেখানে তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
রাজধানী ঢাকাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় আজ তাপপ্রবাহ বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবারের চেয়ে আজ তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে গতকাল তাপপ্রবাহ অপেক্ষাকৃত কম ছিল, তবে আজ এসব এলাকার বেশির ভাগ স্থানে তাপপ্রবাহ বইছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি অন্তত আরও দুই দিন থাকতে পারে, কারণ বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার সম্ভাবনা খুব কম।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল মাস বাংলাদেশের সবচেয়ে উষ্ণ মাস, যার গড় তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর মে মাস দেশের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস, যার গড় তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে চলতি বছরে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ মার্চ চুয়াডাঙ্গায় এবং ২৩ এপ্রিল যশোরে, উভয় দিনেই তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ ছুটির দিন হওয়ায় রাজধানীর সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম ছিল। তবে যাঁরা কাজের সূত্রে বাইরে বের হয়েছেন, তাঁদের হাঁসফাঁস অবস্থা ছিল।