ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কয়েকটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছেন। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। একইভাবে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায়ও মহাসড়ক অবরোধ করা হলে ঢাকা-খুলনা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছে। আসন পুনর্বিন্যাস নিয়ে এ অবরোধের ঘটনা ঘটছে। এর আগে গত শুক্রবারও একই দাবিতে এলাকাবাসী দুই দফা মহাসড়ক অবরোধ করেছিলেন। তখন উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। তবে আল্টিমেটাম শেষ হওয়ায় মঙ্গলবার আবারও অবরোধে নামেন।
স্থানীয়রা বলছেন, সড়ক অবরোধের কারণে দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসায়িক কর্মকাণ্ডে মারাত্মক প্রভাব পড়েছে।