বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশংসাসূচক মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
হিলারি লেখেন, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের পতনের পর জাতিকে গণতন্ত্রের পথে পরিচালনার দায়িত্ব নেন নোবেলজয়ী ড. ইউনূস। ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে তার অবদান তুলে ধরে হিলারি বলেন, “তিনি লাখ লাখ প্রান্তিক নারীর জীবন বদলে দিয়েছেন, তাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন।”
তিনি জানান, ইউনূসের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল যখন তিনি ও বিল ক্লিনটন আরকানসাসে একই ধরনের একটি কর্মসূচি চালু করতে চেয়েছিলেন। পরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউনূসের কার্যক্রমের ইতিবাচক প্রভাব তিনি প্রত্যক্ষ করেছেন।
হিলারির ভাষায়, “মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করে মানবাধিকার ও ন্যায্যতার ভিত্তিতে একটি নতুন সমাজ নির্মাণে কাজ করছেন।”
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করেন এবং শিক্ষার্থীদের দাবিতে ৬ আগস্ট মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান মনোনীত করেন। ৮ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়াও, ইউনূস ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় টাইম ম্যাগাজিনে স্থান পেয়েছেন এবং ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকাতেও তার নাম রয়েছে।