বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় হবিগঞ্জের বাঘাসুরা ইউনিয়নের হযরত শাহ সোলেমান ফতেহগাজী (র:) মাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম।
অভিযানে পাঁচ মাদক সেবনকারীকে প্রত্যেককে একশত টাকা অর্থদণ্ড এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া ও উপপরিদর্শক মীরা রানী দেবীর উপস্থিতিতেই অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রাপ্ত মাদক সেবনকারীদের নাম হলো: বাঘাসুরা ইউনিয়নের মাজার এলাকার পাগল আকলাছ মিয়া (৪০), সবুজ আলী (৪৫), আলমগীর (৩৫), সেতু মিয়া (৩৫) ও ফরশ কোষ (৩৩)।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন, “প্রকাশ্যে মাদক সেবন জনগণের জন্য ভোগান্তিকর। এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করি এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত