চলতি বছরের মতো আগামী ২০২৬ সালেও দুই ঈদে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন—শুক্রবার ও শনিবারে।
সরকারি সূত্র জানায়, আগে ঈদের ছুটি ছিল ৩ দিন; তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হতো। পূজায় আগে ১ দিনের ছুটি থাকলেও বর্তমানে তা ২ দিনে উন্নীত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদনের সময়ই ঈদ ও পূজার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের মতো বাড়তি ছুটি বহাল থাকছে আগামী বছরেও।