1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

টানা ৪ দিনের ছুটির আমেজ আবারো

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

পরবর্তী ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায়, সরকারি কর্মচারীরা ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, সাধারণত সরকারি কর্মচারীদের ঈদে তিন দিন এবং দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে কিছু বছর নির্বাহী আদেশে ছুটির সংখ্যা বাড়ানো হয়েছে।

২০২৫ সালের দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন ছুটি এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর এই ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল এবং সেই অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!