
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। পাশাপাশি সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
তিনি বিজিবি সদস্যদের সব সময় সতর্ক থাকার আহ্বান জানান এবং মাদক ও চোরাচালানে সহযোগিতা করলে কোনো কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সীমান্তে চোরাকারবারিদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং সীমান্তের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি বাহিনীর উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর করার ক্ষেত্রে বিজিবির বড় দায়িত্ব রয়েছে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে বিজিবি একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া তিনি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই প্রস্তুতি নিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply