আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি সোমবার (২১ জুলাই) মধ্যরাতে এক ফেসবুক পোস্টে জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাতে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষাস্বত্য স্থগিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।