
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফলাফল প্রকাশ করে। গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮.৮৩ শতাংশ।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।
দুঃখজনকভাবে, এ বছর ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।
শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফলাফল জানতে পারবে:
১. অনলাইনে:
ওয়েবসাইটে গিয়ে ফল জানা যাবে: www.educationboardresults.gov.bd।
প্রয়োজন হবে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর।
এসএমএসের মাধ্যমে:
মোবাইলে টাইপ করতে হবে —HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> ২০২৫
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে:
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকেও ফল জানা যাবে।
লিখিত পরীক্ষা শুরু হয়: ২৬ জুন
শেষ হয়: ১৯ আগস্ট
ব্যবহারিক পরীক্ষা: ২১ থেকে ৩১ আগস্ট
ফল প্রকাশ: ৬০ কার্যদিবসের মধ্যে
সাধারণ শিক্ষা বোর্ড (৯টি):
মোট পরীক্ষার্থী: ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন (গত বছরের চেয়ে ৭২,৮৮৩ জন কম)
মাদরাসা বোর্ড (আলিম):
মোট পরীক্ষার্থী: ৮৬ হাজার ১০২ জন (কমেছে ১,৯৭৪ জন)
প্রতিষ্ঠান: ২,৬৮২টি | কেন্দ্র: ৪৫৯টি
কারিগরি বোর্ড (ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স):
মোট পরীক্ষার্থী: ১ লাখ ৯ হাজার ৬১১ জন (কমেছে ৭,০২৫ জন)
প্রতিষ্ঠান: ১,৮২৪টি | কেন্দ্র: ৭৩৩টি
ফলাফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে। আবেদন করতে হবে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। সরাসরি কোনো শিক্ষা বোর্ড বা অফিসে আবেদন গ্রহণ করা হবে না।
আজ সকাল ১১টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এক সংবাদ ব্রিফিংয়ে সার্বিক ফলাফল বিশ্লেষণ করে বক্তব্য রাখবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply